জীবনের মানে

জীবনের মানিটা একেক মানুষের কাছে একেক রকম। কারো কাছে জীবন মানে স্বপ্নের পথে বিচরণ, কারো কাছে বিলাসবহুল জীবনযাপন, আবার কারো কাছে নিষ্ঠুর জগতে টিকে থাকার লড়াই। প্ল্যাটফর্মে শীতের রাতে শুয়ে থাকা নিরীহ ছেলের কাছে সুখ পৌঁছে দিতে একখানা কাঁথাই যথেষ্ট। হোটেল বয়দের খাওয়া শেষে ৫ থেকে ১০টাকা বখশিস দিলে ঠোঁটের মাঝে তার এক চিলতে হাসি দেখা যায়। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সুখ, কিংবা দুঃখের অবস্থান একেক রকম। যার অনেক কিছু আছে, সে আরো কিছু পাওয়ার আশা করে, কিন্তু যার কিছু নেই সে সকালবেলা পান্তা-মরিচ খাওয়ার মধ্য নিজের শান্তি খুঁজেন। নিজের অবস্থান থেকে প্রতিটি মানুষের ভাবা উচিত আমি কি অবস্থায় আছি? অনেক মানুষতো খেতে ও পারছেনা, অনাহারে দিন পার করে। তাই, সবসময় নিজের অবস্থান থেকে নিচের দিকে তাকানো উচিত, তাহলে বিলাসিতা তোমার ছোঁয়া পাবেনা। তাহলেই সমাজ ভরে উঠবে সাম্য, শান্তিতে। ছোঁয়ে দিবে নতুন কোন দিগন্ত।

                                             Fahmid Hasan

Comments

Popular posts from this blog

দ্বিধা !

প্রিতম প্রেয়সী

পটলকুমার গানওয়ালা