বাবাদের কথা
·
বাবাদের শার্টগুলো বেশিরভাগ সময় মা-দের শাড়ি থেকে দামী হয়না। বাবাদের ওয়ারড্রপ ভর্তি শার্ট-প্য়ান্ট থাকেনা। বাবাদের জুতা চলে বছরের পর বছর। মোবাইলটা একেবারে নষ্ট না হলে বদলান না। একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খোঁজে।অথচ স্ত্রী ; সন্তানকে সাধ্য়ের সবচেয়ে দামি জিনিসগুলো কিনে দেয়। নিজের প্রতি সবচেয়ে হিসাবী বাবাটা তার সন্তান এর কাছে বেহিসাবী। বেশিরভাগ বাবাই ভালবাসি শব্দটা বলতে জানেন না, করতে জানে। জগতে অসংখ্য় খারাপ পুরুষ আছে, অসংখ্য় খারাপ জন্মদাতা আছে, কিন্তু একটা ও খারাপ বাবা নেই।
Comments
Post a Comment