সাদাচোখ

মানুষ সাদাচোখে শুধু সাফল্যটাই দেখে, এর পিছনের শ্রম, ঘাম সবকিছু থেকে যায় অজানা।
স্বপ্নতো আমরা প্রতিনিয়তই দেখি, কেউ স্বপ্নের ছোঁয়ায় বিভোর হয়ে তার সবকিছু দিয়ে চেষ্টা করতে থাকে। কখনো সেই চেষ্টা সফলতায় রুপ নেয়, কখনোবা ব্যর্থতার গল্প রচনা করে, তাইবলে তার পরিশ্রম কিন্তু বূথা যাবেনা। এবার না হলে পরেরবার হবে, হতাশ হওয়ার কিছু নেই। স্বপ্নের রুপরেখা ও শ্রেনীভেদে পার্থক্যমান। একজন কূষকের স্বপ্ন থাকে তার ফসলের মাঠ সবুজে সবুজে ভরে উঠবে একদিন। দোকানদারের স্বপ্ন একদিন সে আরো বড় দোকান দিবে, অনেক উপার্জন হবে তার। একজন প্রাইমারী স্কুলের ছাত্রের স্বপ্ন থাকে, একদিন স্কুল ছুটি হবে সে বন্ধুদের সাথে অনেক মজা করবে।
ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নগুলোর জন্য আমার, আপনার চেষ্টাগুলো একদিন ঠিকই আলোর মুখ দেখবে। হয়ত কারো তাড়াতাড়ি বা একটু দেরী হবে স্বপ্ন পূরণ হতে, তাই বলে মানুষটিকে এবং তার চেষ্টাকে ধিক্কার জানানো ঠিক নয়।
শেষ বিকেলের আলোয় দেখা স্বপ্নগুলো হয়ত একদিন ছুঁয়ে যাবে আমাদেরকে।



                               Fahmid Hasan

Comments

Popular posts from this blog

দ্বিধা !

প্রিতম প্রেয়সী

পটলকুমার গানওয়ালা