ফুলের গন্ধ
হঠাৎ করেই সিরিয়াস কথা বলতে শুরু করল রাফি ! আমি তো অবাক ! রাফি গম্ভির ভাবে কথা শুরু করল । কিন্তু আমি আর সিরিয়াস হতে পারলাম নাহ। রাফি বলতে শুরু করল, --→পরীক্ষা তো আইয়া পরলো ।--হুম । পরীক্ষা আইবো আবার যাইবো আবার আইবো ! ব্যাপার নাহ !
→তা সত্য । কিন্তু এইবার যদি ফুলের গন্ধ না বাইড়ায় তাইলে তো আমাগো অবস্থা ঢিলা হইয়া
যাইবো ।
--ক্যান ! এইবার কি ফুলের গন্ধ বাইড়াইবো নাহ !!
→বাইড়াইবো । কিন্তু টাকা লাগবো ।
--ধূর বেডা । গন্ধ বাইড়াইলে এমনেই তা নাকে আইবো । এর লাইগ্গা আবার টাকা লাগে নি !
→টাকা তো কিছু দেওয়া লাগবো ।
--তা কত টাকা দেওয়া লাগবো ?
→ফুল প্রতি ৫০০৳ 'র
মতো লাগবো ।
--অ !
→গন্ধ পরিচিত হইবো তার পর টাকা পাইবো । বুঝলি ব্যাপারটা ?
--তাইলে এত কষ্ট কইরা আমরা যা পড়লাম তার কী কোন মূল্য নাই ! আজীবন হুদাই পড়ালেহা করছি !
→এই পরীক্ষাডার বিষয় আলাদা, ভবিষ্যৎ জীবনের ব্যাপার ! কথাডা বোঝার চেষ্টা কর ।
রাফির কথা শুনে আমার আর কিছু বলার সাহস হলো না । তার কথায় যুক্তি আছে । এই পরীক্ষাটাই সব বদলে দিবে । আর পরীক্ষার সময় সারা বাংলাদেশ ফুলের গন্ধে মৌ মৌ করে উঠবে ।
***
বিঃদ্রঃ ফুলের গন্ধ শুকতে সবারই ভালো লাগে,আমিও এর ব্যতিক্রম নই । 😕😕😕
আকাশ আল-আমিন
আকাশ আল-আমিন
Comments
Post a Comment