ধর্মসাগর পাড়ে একদিন

ধর্মসাগর পাড়ে বইসা প্রেমিক প্রেমিকারে পড়ে শোনায় লা নুই বেঙ্গলী । প্রত্যেক মনোটোনাস বিকালে আমি তাদের দেখি, সত্যি করে বলতে প্রেমিকারে দেখি কেবলি। যখন তাদের পিছে ফালায়ে সামনে যাইতে থাকি দিঘীর দিক থেকে আসে শীতল বাতাস। মনে হইতে থাকে,আমি এক পৌরাণিক পাখি । মহেঞ্জোদারোতে ছিল আমার আবাস। এবং এইখানে উড়ে আইসা দেখি বার্ডস আই ভিউতে : যত্তসব ভিখারীর বাচ্চাকাচ্চা। এগো একজন পইড়া আছে সুন্দরীর পায়েতে । আর একদল ধাওয়া করছে সব প্রেমিকপ্রেমিকারে। "ইন দ্য নেম অব লাভ পাঁচ ট্যাকা অন্তত দেন আমগোরে।" তাদের ভিখ চাওয়ার শব্দ ছাপাইয়া আমার কানে আসে গিটারের সুর আর কোরাস। সব কিছুর পিছে খালি ব্যবসা করেন মহাজন সাব।
                                 
                                   Rakib Rashid
                                  

Comments

Popular posts from this blog

দ্বিধা !

প্রিতম প্রেয়সী

পটলকুমার গানওয়ালা