আমার শহর
মধুসূদনের মতো মহাকাব্যিক সনেট লিখবার যোগ্যতা আমার নেই,কখনো থাকবেও না । তবুও বলি হে শহর,তোমার মনোটোনাস মানুষের প্রান্তর শত যাদুর শহর কিংবা নাগরিক সভ্যতার শহরের চেয়েও শতধিক বেশি কাব্যিক,আশাব্যঞ্জক । কতগুলো বর্ষা ধরে তুমি আমায় ধারণ করেছ । এতগুলো গ্রীষ্মের ঘাম ছুয়ে পা রেখেছি তোমার বুকে । এসব হারায়েছে মহাকালের গহ্বরে । শহর তুমি এযাবত্ ধারণ করেছ যা আমি পেয়েছি এবং যা আমি চেয়েছি । ক্ষণিক বিদায়ের মুহূর্তে এসব কতকথা সিম্ফোনীর সুরের মতো আত্মার গভীর হতে প্রতিধ্বনি তোলে । এর বাহিরে আর কিছু বলতে পারিনা হে শহর । ক্ষণিক বিদায় নিলাম তবে । তারপরও জানিয়ে রাখি,চলে যাচ্ছি তবে যাচ্ছিনা । ফিরব শীঘ্রই ঈশ্বর আশীর্বাদে ।
অবেশেষে বন্ধুগণ ম্যাক্সিমাসের একটা কথা বলি যে,আমাদের জীবনের কর্মই মহাকালে প্রতিধ্বনি তোলে ।
Comments
Post a Comment