স্বপ্ন যেন না ভাঙে
কিছু হাসি, কিছু কষ্টের ছাপ নিয়ে এগিয়ে চলার গল্পগুলো অনেকেই লেখে, কিন্তু তার চেয়েও যে নির্মম হতে পারে জীবনের টুকরো গল্পগুলো তা অনেকের অজানা থেকে যায়। আজ থেকে অনেকদিন আগে
কোন এক টিভি টকশোতে এক ডাক্তার তার জীবনের অতীত টেনে কথা বলেন। তাদের আশেপাশের কোন গ্রামে পড়ালেখা ছিলনা, তারপর ও তার বাবা ভ্যান চালক স্বপ্ন দেখতো তার মেয়ে একদিন ডাক্তার হবে। কোন এক যক্ষায় আক্রান্ত হওয়ার পর তার বাবা হাসপাতালে কিছুদিন ছিলেন, তখন ঐ সাদা এপ্রোণের প্রতি তার এক শ্রদ্ধাবোধ জেগে উঠে, সেখান থেকেই স্বপ্নের শুরু। হতদরিদ্র পরিবার ছিল। রাতের বেলায় শুধু ভাত জুটত, সকাল আর দুপুর রুটি খেয়ে কাটিয়ে দিত। মেয়েটি এইসএসসি পাশের পর ভর্তি কোচিং এর টাকা নেই, থাকবে কোথায়? তার বাবা মেয়ের অগোচরে অন্য একটি ফ্যামিলির সাথে চুক্তি মোতাবেক ৫ লক্ষ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করে দেন মেয়ের পড়ার খরচ চালানোর জন্য। মেয়েটি ঢাকা মেডিকেলে যেদিন চান্স পায়, সেদিন সকাল বেলা তার বাবা মারা যায়, মেয়ের রেজাল্টের খবর শুনে যেতে পারিনি। যে খাটে মারা যায়,সেখানের পাশে সাদা একটি কাগজে লেখা" একদিন আমাকে মানুষ বলবে ডাঃ শাহনাজের বাবা"।
পড়ার খরচের জন্য বাবার কিডনি বিক্রির খবর যখন শুনতে পায় এলাকার মানুষদের কাছে, তখন সে বাকশক্তি হারিয়ে ফেলে।
জীবনের গল্প মাঝে মাঝে মানুষই নির্মম করে তোলে। স্বপ্ন ছিল মেয়েকে সাদাপোশাকে দেখবেন, দেখা হলোনা...
দিনশেষে নির্মম বাস্তবতার রোষানলে গ্রাম্য কোন বাবার প্রয়াস ছিল হয়ত, যাই হোক, স্বপ্ন যেন না ভাঙে।
Fahmid Hasan
কোন এক টিভি টকশোতে এক ডাক্তার তার জীবনের অতীত টেনে কথা বলেন। তাদের আশেপাশের কোন গ্রামে পড়ালেখা ছিলনা, তারপর ও তার বাবা ভ্যান চালক স্বপ্ন দেখতো তার মেয়ে একদিন ডাক্তার হবে। কোন এক যক্ষায় আক্রান্ত হওয়ার পর তার বাবা হাসপাতালে কিছুদিন ছিলেন, তখন ঐ সাদা এপ্রোণের প্রতি তার এক শ্রদ্ধাবোধ জেগে উঠে, সেখান থেকেই স্বপ্নের শুরু। হতদরিদ্র পরিবার ছিল। রাতের বেলায় শুধু ভাত জুটত, সকাল আর দুপুর রুটি খেয়ে কাটিয়ে দিত। মেয়েটি এইসএসসি পাশের পর ভর্তি কোচিং এর টাকা নেই, থাকবে কোথায়? তার বাবা মেয়ের অগোচরে অন্য একটি ফ্যামিলির সাথে চুক্তি মোতাবেক ৫ লক্ষ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করে দেন মেয়ের পড়ার খরচ চালানোর জন্য। মেয়েটি ঢাকা মেডিকেলে যেদিন চান্স পায়, সেদিন সকাল বেলা তার বাবা মারা যায়, মেয়ের রেজাল্টের খবর শুনে যেতে পারিনি। যে খাটে মারা যায়,সেখানের পাশে সাদা একটি কাগজে লেখা" একদিন আমাকে মানুষ বলবে ডাঃ শাহনাজের বাবা"।
পড়ার খরচের জন্য বাবার কিডনি বিক্রির খবর যখন শুনতে পায় এলাকার মানুষদের কাছে, তখন সে বাকশক্তি হারিয়ে ফেলে।
জীবনের গল্প মাঝে মাঝে মানুষই নির্মম করে তোলে। স্বপ্ন ছিল মেয়েকে সাদাপোশাকে দেখবেন, দেখা হলোনা...
দিনশেষে নির্মম বাস্তবতার রোষানলে গ্রাম্য কোন বাবার প্রয়াস ছিল হয়ত, যাই হোক, স্বপ্ন যেন না ভাঙে।
Fahmid Hasan
Comments
Post a Comment