শেষ কোথায়
একদিন বৃদ্ধাশ্রমের সামনে দিয়ে যাচ্ছি, যখন হাঁটছি তখন বৃদ্ধাশ্রম এর ভিতর থেকে হাহাকারগুলো আমার মনে বিঁধতে থাকে। কি দোষ এই মানুষগুলোর? জীবনের স্বাদ আস্বাদনে ছুঁড়ে ফেলে দিতে একবার ও ভাবেনি, নিজের বাবা-মাকে। এদের ও একসময় সকাল শুরু হত ব্যস্ততায়। পরিবারকে নিয়ে কত স্বপ্ন ছিল এই মানুষগুলোর।সন্তান একদিন অনেক বড় হবে, আলো-ছায়ার পৃথিবীটা জয় করবে, কত আশা। এখন তারা বৃদ্ধাশ্রমের সামনে চেয়ারে বসে বিষন্ন মনে তার অতীত খুঁজেন। অজান্তেই চোখে পানি চলে আসে মানুষগুলোর, কিন্তু পানি মুছে দেওয়ার মানুষগুলো তার বৃদ্ধা মা-বাবাকে ফেলে দুনিয়ার লীলাখেলায় ব্যস্ত। তারপরও তারা চায়, তাদের সন্তান ভাল থাকুক। এভাবেই দুচোখ ভরা হাহাকারে কেটে যায়, মানুষগুলোর এক একটা দিন।
এই নির্মমতার শেষ কোথায়?
Fahmid Hasan
এই নির্মমতার শেষ কোথায়?
Fahmid Hasan

Comments
Post a Comment