স্বপ্নপূরণের অব্যর্থ কৌশল

"Everything that was directly lived has receded into a representation."- guy debord,society of the spectacles,p:9
গলির রাস্তা ধইরা আধো আন্ধারে
গা ভিজায়া তারা ঢুকে যায় অনন্ত এক গহ্বরে।
অইখানে,শুনছি স্বপ্ন বেঁচতাছে কারা জানি সস্তাদরে।
তই আমি খুঁজি আমার মগজের ভিতরে,
যেইখানে আমি রাখছিলাম আমার স্বপ্নরে
এইভাবে খোঁজাখুঁজির মইধ্যে বিলবোর্ডে গিয়া চোখ পড়ে।
"আমাদের সাথে চলুন,
আমাদের বাছাই করা স্বপ্ন কিনুন।
জীবন গড়ে তুলুন।",কয় আমারে।
বুঝি স্বপ্ন নাই আমার ভেতরে,
ভালোগুলান, অগো মতন করে।
আমি অগো লগে তাই আগাই গলির রাস্তা ধরে।
যাইতে যাইতে দেখি
গলির ড্রেইনে পচাগলা বইয়ের উপরে
সারিবদ্ধ কংকালের ছায়া।
আমার ডর করে।
_স্বপ্নপূরণের অব্যর্থ কৌশল  

                                   Rakib Rashid

Comments

Popular posts from this blog

দ্বিধা !

প্রিতম প্রেয়সী

পটলকুমার গানওয়ালা