এক দুঃখী মেয়ের কাহিনী।স্টার জলসাতে দেখায় এই সিরিয়াল। সকালে ঘুম থেকে উঠার পরেই শুরু হয় তার দুঃখ পাওয়া। এরপর দাঁত ব্রাশ করতে গেলে দুঃখ , নাস্তা করতে দুঃখ , কারও সাথে কথা বলতে গেলে দুঃখ , চেয়ারে বসতে দুঃখ , দুপুরে খাইতে দুঃখ , বিকালের নাস্তায় দুঃখ , সন্ধ্যায় দুঃখ , রাতের খাবারে দুঃখ , বিছানায় শুইতে গেলে দুঃখ , রাতে ঘুমের মধ্যেও দুঃখ পায় । তার দুঃখে বনের পাখি কাঁদে , শিয়াল কাঁদে ... আশেপাশের মহল্লার পোলাপান কাঁদে , আমার পাশের বিল্ডিং এর আজিজ ভাইও কাঁদে । আ মার কান্না আসেনা , আমি আজিজ ভাইয়ের কান্না দেখে কাঁদি। পটলকুমার এর বয়স ৭-৮ , তার একটা সৎ বোন আছে একই বয়সের । সৎ বোন পটলকুমারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সারাদিন।ঘুম থেকে উঠে ষড়যন্ত্র,দাঁত ব্রাশ করতে ষড়যন্ত্র, নাস্তা করতে ষড়যন্ত্র, দুপুরে ঘুমাইতে গেলে ষড়যন্ত্র। পটলকুমার এর আসল মা মারা গেছে । তার বাবা বিখ্যাত গায়ক। এই লোক আবার আধ্যাত্মিক স্তরের মদখোর। সে মদ খাইতে খাইতে ঘুমায়, আবার সকালে সূর্য উঠার সাথে সাথে মদ দিয়ে কুলি করে, নাস্তা করে মদ দিয়ে , ভাত খায় মদ দিয়ে , দুপুরে ঘুমায় মদ খেয়ে , আবার মাঝে মধ্যে মদ দিয়ে মদ খায়। এই সিরিয়াল এর সবার কাজ ...
Comments
Post a Comment