সমাজ !

চড়ুই পাখির লেজ ধরে টাকাগুলোও পালাতে চায়, যেখানে চাওয়াগুলো হারিয়ে যায়। হারিয়ে যাওয়া স্মৃতির মিনারে ভ্রমরের ভন ভন শব্দ, পাহারাদারের নির্ঘুম চোখ, পেচার চোখে ঘুম। উতপ্ত বিছানায় নারীর গোঙানি, অবুঝ শিশুর কান্না, ক্ষুধা্র্থ  প্রাণীর করুন আকুতি।     ভিক্ষুকের ফাকা থালা, খাদকের টেবিল  ভর্তি খাবার , উননে আরো আছে অপেক্ষায় ।

Comments

Popular posts from this blog

প্রিতম প্রেয়সী

Third Class Logic

পটলকুমার গানওয়ালা