জ্ঞানী হতে চাই
একদিন সক্রেটিসের কাছে একজন যুবক এসে বলল, "জনাব আমি আপনার মত জ্ঞানী হতে চাই, আমাকে কি করতে হবে? সক্রেটিস যুবককে বললেন, "আমার সাথে আসো" যুবক তার পিছে পিছে গেল। একটা পুকুরের কাছে গিয়ে সক্রেটিস বললেন, "আমার সাথে পানিতে নামো" যুবক তাই করল। এবার সক্রেটিস যুবকের মাথা দুই হাতে ধরে পানিতে চুবালেন এবং পানির মধ্যে মাথাধরে রাখলেন। যুবক তখন মাথা উপরে তোলার জন্য ছটফট করতে লাগল কিন্তু সক্রেটিস গায়ের জোড়ে যুবকের মাথা পানিতে ডুবিয়ে রাখলেন ফলে যুবক মাথা তুলতে পারলনা। যুবকের তখন প্রাণ যায় যায় অবস্হা,সে আপ্রাণ চেষ্টা করল পানি থেকে মাথা বের করার জন্য। অবশেষে সক্রেটিস তাকে ছেড়ে দিলেন,এবার যুবক তো রেগে মেগে আগুন,সে বলল,"আমি এলাম আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আর আপনি কিনা আমাকে মেরে ফেলতে চাইলেন? সক্রেটিস তখন উত্তর দিলেন"শান্ত হও যুবক, আর আমার কথা মনোযোগ দিয়ে শোন, আমি যখন তোমার মাথা পানিতে ডুবিয়েছিলাম তখন তোমার কি করতে ইচ্ছা করছিল? যুবক উত্তর দিল,"আমার জান প্রাণ দিয়ে পানি থেকে উঠে আসতে ইচ্ছা করছিল সক্রেটিস তখন বললেন,"বড় হতে হলে তোমার মনের ভেতর এরকম ইচ্ছাশক্তি তৈরী করতেহবে, তবেই তুমি বড় হতে পারো
Comments
Post a Comment