ছেঁড়া কাঁথার স্বপ্ন
পাওয়া না পাওয়ার ভিড়েও চেষ্টার নিমিত্তে অনেক মানুষ যাদের স্বপ্নের নাম *ছেঁড়া কাঁথার স্বপ্ন* বলে বিবেচনা করা হয়, যাদের ঠিকমত বইকেনা, কিংবা দুইবেলা দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা নাই, হয়তবা যারা কথা বলতে পারেনা, বা পঙ্গু তারা বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, পড়ালেখায় ভাল অবস্থানে যাচ্ছে, তাদের অন্তর থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। যদি তারা হাল ছেড়ে দিত, তাহলে আজকের অবস্থান তাদের কাছে স্বপ্নের অতীত মনে হত। তাই এসব মানুষের প্রেরণা নিয়ে ছুটে যাওয়া চলুক সামনের দিকে।
Fahmid Hasan
Fahmid Hasan
Comments
Post a Comment